মোটরসাইকেল চুরি রোধে যে ৭টি কাজ করতে পারেন

বাংলাদেশে প্রতিদিনই মোটরসাইকেল ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। কেউ শখে, আবার কেউ নিত্য প্রয়োজনে বাইক ব্যবহার করে থাকেন। কিন্তু বাইকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বাইক চুরির ঘটনাও। বাসা, মার্কেট, পার্কিং লট বা বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি হয়ে যায়।
পছন্দের বাইকের চুরি ঠেকাতে অনেকেই নানা ধরনের লক বা নিরাপত্তা ব্যবস্থার আশ্রয় নেন, তবুও অনেক সময় তা যথেষ্ট হয় না। তবে শুধু ভালো লক ব্যবহার করলেই হবে না, কিছু নিরাপত্তাজনিত বিষয় মাথায় রাখলে বাইক চুরি ঠেকানো অনেকাংশেই কমানো সম্ভব।
চলুন জেনে নেওয়া যাক মোটরসাইকেল চুরি রোধে যে ৭টি কাজ করতে পারেন-
বাইক চোখের সামনে রাখুন
বাইক এমন জায়গায় রাখার চেষ্টা করুন যেখানে আপনি সরাসরি না হোক অন্তত মাঝে মাঝে দেখতে পারেন। কখনই নির্জন জায়গাইয় বাইক রাখবেন না। কারণ নির্জন জায়গায় বাইক রাখলে চোরেরা সুযোগ নিতে পারে।
ভালো মানের লক ব্যবহার করুন
দাম একটু বেশি হলেও বাইকের নিরাপত্তার জন্য টেকসই ও মজবুত তালা ব্যবহার করুন। সম্ভব হলে মেকানিক্যাল তালা ব্যবহার করুন, কারণ সাধারণ ডিস্ক লকের চেয়ে শক্ত মেকানিক্যাল তালা একটু বেশি নিরাপদ। তাছাড়াও, মোটা শিকল বা একাধিক তালা ব্যবহার করলে চুরি করতে সময় একটু বেশি লাগবে, যা আপনার পক্ষে চুরি রোধে সহায়ক হতে পারে।
এলার্ম লক ব্যবহার করুন
কিছু এলার্ম লক রয়েছে যেগুলো তুলনামুলক বাইককে বেশি নিরাপত্তা দিয়ে থাকে। বাইকে কেউ হাত দিলে বা স্টার্ট দেবার চেষ্টা করলে তীব্রজোরে এলার্ম বেজে উঠে। আবার কিছু লকে রিমোট সেন্সর থাকে যা আপনাকে বাইকের অবস্থার আপডেট জানিয়ে দেয়।
জিপিএস ট্র্যাকার ব্যবহার করুন
বাইকে জিপিএস ট্র্যাকার লাগালে বাইক চুরি হয়ে গেলেও আপনি মোবাইল থেকে লোকেশন ট্র্যাক করে দেখতে পারবেন আপনার চুরি হওয়া বাইকটি কোথায় আছে। এটি চুরি হওয়ার পর বাইক খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেয়।
গোপন সুইচ ব্যবহার করুন
ইঞ্জিন বা তেলের লাইন কন্ট্রোলের জন্য একটি গোপন সুইচ ব্যবহার করতে পারেন, যা ছাড়া বাইক চালু করা সম্ভব না। এই সুইচের এর বিষয়ে কাউকে অবগত করবেন না। এমনকি পরিচিত কাউকে বাইক দিতে হলে, গুপনে সুইচটি অন করে তারপর দিবেন।
বাসার গ্যারেজে বাইক ঢেকে রাখবেন না
গ্যারেজে বা পার্কিং লটে বাইক ঢেকে রাখবেন না। ঢেকে রাখা বাইকে পার্টস চুরি করা খুবই সহজ আর পার্টস চুরি হয়ে গেলে আপনি টের পাবেন না সহজে। বাইক খোলা অবস্থায় রাখুন যেন আপনি তালা বা পার্টসের অবস্থা সহজেই বুঝতে পারেন। পারলে সিসি ক্যামেরা লাগান এবং সেটি বাসার টিভি বা মোবাইলের সঙ্গে সংযুক্ত রাখুন যেন মাঝে মাঝে দেখে নিতে পারেন।
অপরিচিতদের কারো হাতে বাইক দেবেন না
অপরিচিত বা স্বল্প পরিচিত কাউকে বিশ্বাস করে বাইক চালাতে দেবেন না। অনেক সময় বিশ্বাসের থ্রোতে বাইক এমনভাবেই চুরি হতে পারে। প্রয়োজনে যদি কাউকে বাইক দিতেই হয়, তাহলে আপনি পেছনে বসে যান।
এমবি/এনএইচ