ইয়ামাহার বাইক কেনাকাটায় আকর্ষণীয় ছাড়

তরুণ প্রজন্মের বাইকপ্রেমীদের কাছে ইয়ামাহা শুধু একটি ব্র্যান্ড নয়, বরং এটি একটি আবেগের নাম। স্পোর্টি ডিজাইন, উন্নত প্রযুক্তি ও শক্তিশালী পারফরম্যান্সের কারণে ইয়ামাহা তরুণদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। এসব মোটরসাইকেলের আকর্ষণীয় লুক ও স্পোর্টি ফিল তরুণদের স্টাইল এবং অ্যাডভেঞ্চারের চাহিদা পূরণ করে।
পাশাপাশি বিশ্বমানের ইঞ্জিন ও জাপানি নির্ভরযোগ্যতা এই ব্র্যান্ডের প্রতি ক্রেতাদের আস্থা বহু গুণ বাড়িয়ে তুলেছে ইয়ামাহা কর্তৃপক্ষ বাইক প্রেমীদের সর্বদা বাড়তি সুবিধা দেওয়ার কথা মাথায় রেখে কমবেশি সারাবছরই কোন না কোন অফারের আয়োজন করে থাকে।
আর এই আয়োজনেরই একটি নিয়মিত অংশ “Yamaha Bike Exchange Offer” যেখানে বাইক এক্সচেঞ্জ ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন অংকের নগদ টাকাও ছাড় দেওয়া হয়।
আরও পড়ুন
চলতি মাসের ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত ঢাকাসহ সারা দেশব্যাপী ইয়ামাহার ডিলার পয়েন্টে এক্সচেঞ্জ অফারে থাকবে স্পেশাল ক্যাশব্যাক। এছাড়াও সকল ক্রেতার জন্য এক্সচেঞ্জন অফারের সাথে চলতি মাসের রেগুলার অফারও প্রযোজ্য হবে।
চলুন জেনে নেওয়া যাক ইয়ামাহার ছাড়ের আওতায় থাকা মডেলসমূহ:
আপনার যেকোনো মোটরসাইকেল বদলে নিন, নিচের যেকোনো নতুন ইয়ামাহা মোটরসাইকেল।
FZS V2, FZS V3, FZX এবং Saluto মডেলগুলোতে পাবেন ২০০০ টাকা ছাড়।
FZS V4 এবং MT15 মডেলগুলোতে পাবেন ৩০০০ টাকা ছাড়।
R15 V3, R15 V4, R15M এবং AEROX মডেলগুলোতে পাবেন ৫০০০ টাকা ছাড়।
এমবি/এমআইকে