গরমে আরামে মোটরসাইকেল চালানোর টিপস

বর্তমানে দেশে প্রচণ্ড গরম আবহাওয়া বিরাজ করছে। এসময় মোটরসাইকেল চালাতে গিয়ে চালকরা নানা সমস্যার সম্মুখীন হন। তীব্র তাপের কারণে শরীরে পানিশূন্যতা, মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম ও ক্লান্তি দেখা দিতে পারে, যা হঠাৎ অসুস্থতার ঝুঁকি বাড়ায়। অতিরিক্ত ঘাম শরীরে অস্বস্তি তৈরি করে এবং পোশাক ভিজে গিয়ে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে।
পাশাপাশি মোটরসাইকেলের ইঞ্জিন ও টায়ার অতিরিক্ত গরম হয়ে পারফরম্যান্সে প্রভাব ফেলে এবং দুর্ঘটনার আশঙ্কা তৈরি করে। দীর্ঘ সময় রোদে থাকলে ত্বকের সমস্যা ও হিটস্ট্রোকের ঝুঁকিও তৈরি হয়। এসব কারণে গরমে মোটরসাইকেল চালানো হয়ে ওঠে কষ্টকর ও বিপজ্জনক। তবে কিছু সতর্কতামূলক টিপস অনুসরণ করলে এসব থেকে খুব সহজেই পরিত্রাণ পাওয়া সম্ভব।
চলুন জেনে নেয়া যাক সতর্কতামূলক কিছু টিপস-
প্রচণ্ড গরম আবহাওয়াতে মোটরসাইকেল চালাতে হলে কিছু গুরুত্বপূর্ণ টিপস মেনে চলা প্রয়োজন। নাহলে মারাত্মক ঝুঁকির সম্মুখীন হতে পারেন। গরমে শরীর দ্রুত পানিশূন্য হয়ে পড়ে, তাই নিয়মিত পানি পান করে হাইড্রেট থাকা জরুরি। প্রচণ্ড রোদের প্রভাব থেকে বাঁচতে হালকা রঙের আরামদায়ক, পাতলা ও ঢিলেঢালা পোশাক পরা উচিত। রোদ থেকে চোখ ও মাথা সুরক্ষার জন্য সানগ্লাস ও ভেন্টিলেশনযুক্ত হেলমেট ব্যবহার করা জরুরি।
আরও পড়ুন
এছাড়া, হিট স্ট্রোক থেকে বাঁচতে অতিরিক্ত রোদে মোটরসাইকেল রাইড করা থেকে বিরত থাকুন। বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে মোটরসাইকেল চালানো এড়িয়ে চলা ভালো, কারণ এই সময়ে রোদের তীব্রতা সবচেয়ে বেশি থাকে। দীর্ঘপথ ভ্রমণে নির্দিষ্ট সময় পরপর বিশ্রাম নিন, দঅন্তত ৪০-৫০ কিলোমিটার পর পর বিরতি নিন। শরীর ঠান্ডা করুন, এ সময় লেবুর শরবত, ডাবের পানি, আখের রস, জুস, স্যালাইন পানি, ইত্যাদি পান করতে পারেন।
জ্যামে দীর্ঘসময় থেমে থাকলে কিছুক্ষণের জন্য হেলমেট খুলে রাখুন এবং মোটরসাইকেল রাইডের সময় আবার তা পরে নেন। সবসময় ভাইসর নামিয়ে মোটরসাইকেল রাইড করুন, ভাইসর খোলা রাখলে অতিরিক্ত তাপে আপনার মুখে জ্বালা পোড়া করতে পারে এবং আপনি বেশি সময়ের জন্য চোখ খোলা রেখে মোটরসাইকেল রাইড করতে পারবেন না। তাই প্রচণ্ড রোদ থেকে রেহাই পেতে সবসময় ভাইসর নামিয়ে মোটরসাইকেল রাইড করুন।
দীর্ঘ ভ্রমণের সময় মাঝেমধ্যে বিরতি নিয়ে শরীর ও মোটরসাইকেলের ইঞ্জিন ঠান্ডা রাখা এবং মোটরসাইকেলের টায়ার, কুলেন্টসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ ঠিক আছে কিনা তা নিয়মিত চেক করে নেওয়া নিরাপদ ভ্রমণের জন্য অপরিহার্য।
এমবি/এমআইকে