রয়্যাল এনফিল্ডের এই ৫ বাইক দিচ্ছে সেরা মাইলেজ

দেশের বাজারে রয়্যাল এনফিল্ড বর্তমানে অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড। এই বাইকগুলো দুর্দান্ত রেট্রো লুকস আর শক্তিশালী ইঞ্জিনের জন্য পরিচিত। তবে, অনেকে মাইলেজ কম হওয়ায় রয়্যাল এনফিল্ড কিনতে দ্বিধা করেন। বাইকপ্রেমীদের এই সমস্যা সমাধানে রয়্যাল এনফিল্ড নিয়ে এসেছে দুর্দান্ত মাইলেজের কিছু মডেল।
চলুন, দেখে নেওয়া যাক সর্বোচ্চ মাইলেজের সুবিধাসহ সেরা ৫টি রয়্যাল এনফিল্ড বাইকের তালিকা—
১. রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০
এটি দেশের বাজারে থাকা অন্যতম সেরা আইকনিক বাইক। এতে রয়েছে ৩৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করে। ক্লাসিক রেট্রো লুকসের এই বাইকটি প্রতি লিটারে ৪০ কিলোমিটার মাইলেজ দেয়।
২. রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০
রয়্যাল এনফিল্ডের লাইনআপে এটি একটি জনপ্রিয় মডেল। এতে আছে ৩৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার, এয়ার অয়েল কুলড ইঞ্জিন, যা ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করে। ১৯১ কিলোগ্রাম ওজনের এই বাইকটি ৪১.৮ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দেয়।
আরও পড়ুন
৩. রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০
এই বাইকটি দেশের বাইকপ্রেমীদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে এর আকর্ষণীয় রেট্রো লুকসের জন্য। এতেও রয়েছে ৩৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার, এয়ার অয়েল কুলড ইঞ্জিন, যা ২০ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করে। এই বাইকটিও ৪১.৮ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ সুবিধা দেয়।
৪. রয়্যাল এনফিল্ড গোয়ান ক্লাসিক ৩৫০
সম্প্রতি লঞ্চ হওয়া এই বাইকটিতেও দারুণ লুকস রয়েছে। ৩৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার, এয়ার ও অয়েল কুলড ইঞ্জিন যুক্ত এই বাইক ২০.২ বিএইচপি শক্তি ও ২৭ এনএম টর্ক উৎপন্ন করে। এটি ৩৬.২ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ প্রদান করে।
৫. রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪৪০
আরবান স্টাইলিংয়ের সঙ্গে অফ-রোডিং লুকসের সমন্বয়ে তৈরি এই বাইকে রয়েছে ৪৪৩ সিসির সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিন। ইঞ্জিনটি ২৫.৪ বিএইচপি শক্তি এবং ৩৪ এনএম টর্ক উৎপন্ন করে। এই বাইকটি ৩০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দেয়।
বি.দ্র. এখানে দেওয়া মাইলেজ বাইকের সর্বোত্তম অবস্থার ভিত্তিতে ফলাফল। রাস্তায় ব্যবহার করলে এর মধ্যে ভিন্নতা দেখা দেয়, যা স্টপ-স্টার্ট ট্রাফিক ও হাইওয়ে রাইডের ওপর নির্ভর করবে। সূত্র- দ্যা ইকোনমিক টাইমস
এমজে