ভারতে অর্ধেক দামে মিলবে ফ্লাইটের টিকিট
করোনা আতংক কাটিয়ে প্রায় দু’বছর পর স্বাভাবিক হয়েছে ভারতের আন্তর্জাতিক বিমান পরিষেবা। আর তারপরই সুখবর পেলেন দেশটির যাত্রীরা। বলা হচ্ছে, অন্য দেশের টিকিটের দাম প্রায় ৫০ শতাংশ কমতে চলেছে ভারতে।
দীর্ঘদিন পর আগামী ২৭ মার্চ থেকে ফের ভারতে আন্তর্জাতিক বিমান চলাচল স্বাভাবিক হচ্ছে। তাই একাধিক বিমান সংস্থা নিজেদের বিমানের সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা করছে।
লুত্থহান্সা গ্রুপের অন্তর্গত সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ঠিক করেছে, আগামী কয়েক মাসের মধ্যেই তারা বিমানের সংখ্যা বাড়াবে। পাশাপাশি যাত্রী সংখ্যা ১৭ শতাংশ বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর বিমান সংস্থা। ভারতের অতি জনপ্রিয় বিমান সংস্থা ইন্ডিগোও একশোর বেশি আন্তর্জাতিক বিমান পরিষেবা দেওয়ার পরিকল্পনা করেছে।
২০২০ সালের ২৩ মার্চ থেকেই ভারতের সঙ্গে আন্তর্জাতিক বিমান যোগাযোগ বন্ধ ছিল। পরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বেশ কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ‘এয়ার বাবল’ চুক্তির মাধ্যমে সীমিত সংখ্যক বিমান চলাচল শুরু হয়। ৪৫টি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তি করেছিল ভারত। অবশেষে আগামী ২৭ তারিখ থেকে দেশটিতে ফ্লাইট চলাচল স্বাভাবিক হচ্ছে।
ভারতীয় একটি ট্রাভেল পোর্টাল গ্রুপের প্রধান অলোক বাজপায়ী বলেন, পরিষেবা আগের মতো স্বাভাবিক হতে চলেছে। বিভিন্ন রুটে পরিষেবা চালু হবে। আশা করা হচ্ছে আন্তর্জাতিক বিমানের টিকিটের দাম অনেকটাই কমবে।
করোনাকালে ফ্লাইটের সংখ্যা কমায় টিকিটের মূল্য আকাশ ছুঁয়ে ছিল। যাত্রীর সংখ্যাও ছিল সীমিত। এবার বিদেশযাত্রার ক্ষেত্রে স্বস্তি ফিরবে বলে মনে করছে বিমান সংস্থাগুলো।
এমএইচএস