জাবিতে নতুন ৫ সহকারী প্রক্টর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে সহকারী প্রক্টরের সংখ্যা দাঁড়াল ১৬ জন।
মঙ্গলবার (২৬ এপ্রিল) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন নিয়োগ প্রাপ্ত সহকারী প্রক্টররা আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ জানান, সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া, মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক তাসলিম জাহান মৌ, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী গোলাম মুর্তজা, পাবলিক হেলথ ও ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান এবং গণিত বিভাগের প্রভাষক শহিদুল ইসলামকে সহকারী প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে।
তারা নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা ভোগ করবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসান বর্তমানে প্রক্টরের দায়িত্বে রয়েছেন।
মো. আলকামা/আরআই