জবি রোভারদের সহচর দীক্ষা সম্পন্ন

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জবি

১৪ মে ২০২২, ০৯:০৬ পিএম


জবি রোভারদের সহচর দীক্ষা সম্পন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের তিন দিনব্যাপী বার্ষিক তাঁবু বাস, দীক্ষা ও ব্যাজ প্রদান ক্যাম্প ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মে) সকাল ৮টায় গাজীপুরের বাহাদুর আঞ্চলিক রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ১০৯ জন সহচরকে তিন দিনব্যাপী ক্যাম্প শেষে দীক্ষা প্রদান করা হয়। এর আগে গত ১২মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জবি ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদ।

অনুষ্ঠানে জবি রোভার ইন কাউন্সিলের সভাপতি মোল্লা মামুন হাসানের ব্যবস্থাপনায় সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার এই দীক্ষা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন রোভার স্কাউট লিডার কাজী ফারুক হোসেন।

এছাড়া রোভার মামুনুর রশিদকে বিগত কাউন্সিলের শ্রেষ্ঠ সিনিয়র রোভার মেটের সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মনিরুজ্জামান খন্দকার বলেন, দীর্ঘ সময় রোভার প্রোগ্রামের সহচর পর্যায় সফলতার সঙ্গে শেষ করে বিশ্ব স্কাউট আন্দোলনের আজ তোমরা সদস্য পদ লাভ করলে। নিজেদের যোগ্যতায় বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে।

এমটি/এসকেডি

Link copied