জবি উদীচী সংসদের সভাপতি বিপু, সম্পাদক মুক্ত

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জবি

১৯ মে ২০২২, ০৩:২৮ এএম


জবি উদীচী সংসদের সভাপতি বিপু, সম্পাদক মুক্ত

উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংসদের ৭ম সম্মেলনের মাধ্যমে সভাপতি মো. আহসান হাবীব বিপু এবং সাধারণ সম্পাদক মামদুর রহমান মুক্ত নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৮মে) উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের দপ্তর কক্ষে ‘শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে’ প্রতিপাদ্যে সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে উদ্বোধক হিসেবে ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বেলায়েত হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সংগীতা ইমাম এবং উদীচী কেন্দ্রীয় সংসদ সদস্য হাসান মাহমুদ, উদীচী জবি সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম।

সহ-সভাপতি পদে শ্রেয়শ্রী সরকার, ফতেহ আলী খান আকাশ, তন্ময় প্রামাণিক, সহসাধারণ সম্পাদক রাফিউল রকি, কোষাধ্যক্ষ হালিমা আক্তার বৃষ্টি, সম্পাদক শোভন চক্রবর্তী, ব্রজ গোপাল রায়, পৌলমী মুমু খীসা, শক্তি বিশ্বাস তৃষা, আবিদুর হক রাহাত, শিহাব উদ্দীন, গৌরব ভৌমিক, দূর্বা পাল ও সদস্য অনিক সাহা সুমিত, শান্তা ইসলাম, খুশি রায়, আম্রিন জাহান অপি, আবদুর রহমান মল্লিক, মাসফিকুল হাসান টনি এবং জাতীয় পরিষদ সদস্য শ্রেয়শ্রী সরকার নির্বাচিত হয়েছেন। 

এছাড়া কমিটি চূড়ান্তভাবে গৃহীত হওয়ার পর উদীচী কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক সংগীতা ইমাম সকলকে শপথ পাঠ করান। সংগীতা ইমাম জাতীয় পতাকা এবং উদীচী জবি সংসদের সদ্য সাবেক সভাপতি অনিক সাহা সুমিত সংগঠনের পতাকা উত্তোলন করেন । সাংস্কৃতিক অনুষ্ঠানে উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের কর্মী ও সদস্যরা গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন।

এমটি/এসকেডি

Link copied