ঢাবির ক্রিমিনোলজি বিভাগের ১০ম বর্ষপূর্তিতে ভার্চুয়াল সম্মেলন

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবি

০৮ জুলাই ২০২২, ০৪:৩৬ এএম


ঢাবির ক্রিমিনোলজি বিভাগের ১০ম বর্ষপূর্তিতে ভার্চুয়াল সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্রিমিনোলজি বিভাগের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) ভার্চুয়াল প্ল্যাটফর্মে সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান বক্তা হিসেবে এসেক্স বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এমিরেটাস প্রফেসর নাইজেল সাউথ ও সরকার ওমর ফারুক এবং ব্রিটেনের ওয়েস্ট মিনিস্টার বিশ্ববিদ্যালয়ের প্রভাষক স্যালি আটকিন্সন শেপার্ড উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারপারসন খন্দকার ফারজানা রহমান এবং পরিচালনায় ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক উম্মে ওয়ারা। সম্মেলনে দুটি গবেষণাপত্র নিয়ে আলোচনা হয়। এ সময় বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি খন্দকার ফারজানা উপস্থিত সবাইকে স্বাগত জানান। ক্রিমিনোলজি বিভাগ তার জন্মলগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে একাডেমিক কাররিকুলামের পাশাপাশি সেমিনার, কলোকিয়াম, কনফারেন্স আয়োজন করে থাকে বলে জানান। তিনি উপস্থিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ধরনের মৌলিক গবেষণা শিক্ষার্থীদের ভবিষ্যতে গবেষণা করতে আরও বেশি উৎসাহ জোগাবে বলে তিনি আশা করেন।

এইচআর/ওএফ

Link copied