Dhaka Post

ঢাকা শুক্রবার, ০৫ মার্চ ২০২১

১৩ মার্চ খুলছে না ঢাবির হল, সরকারি সিদ্ধান্ত বহাল

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৯

১৩ মার্চ খুলছে না ঢাবির হল, সরকারি সিদ্ধান্ত বহাল

আবাসিক হল খোলার বিষয়ে সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তই বহাল রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এছাড়া, শিক্ষার্থীদের ১৭ এপ্রিলের মধ্যে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার বিষয়ে পদক্ষেপ নিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছে ঢাবি প্রশাসন। 

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক সদস্য ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থিত সদস্যরা জানান, হল খোলার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বাইরে যাবে না। তবে হল খোলার এক মাস আগেই শিক্ষার্থীদের ভ্যাকসিনের প্রথম ডোজ সরকারকে নিশ্চিত করতে হবে। নিজ ব্যবস্থাপনায় নেওয়া বিভিন্ন বিভাগের পরীক্ষাগুলো চলবে। তবে বিশ্ববিদ্যালয় খোলার আগে নতুন করে কোনো পরীক্ষা নেওয়া যাবে না।

গত ৩১ জানুয়ারি স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষার জন্য ১৩ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খোলার সিদ্ধান্ত নেয় একাডেমিক কাউন্সিল।

এএইচআর/এসএম

Link copied