ঢাবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রাম-২০২২ এর ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এসময় বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এছাড়া প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
উল্লেখ্য, এ ভর্তি পরীক্ষায় মোট ৫৪০টি আসনের বিপরীতে ২ হাজার ৪ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
এইচআর/এসএম