ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তিযুদ্ধ কাল, এক আসনের জন্য লড়বেন ৩২ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (৬ ডিসেম্বর)। সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে দেড় ঘণ্টার এই পরীক্ষা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকার বাইরের চারটি কেন্দ্রেও একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরে পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৪ হাজার ৬২ জন। ফলে প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী রয়েছেন ৩২ জন।
আসন বণ্টন অনুযায়ী ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৯৩০, বিজ্ঞান শাখা থেকে ৯৫ এবং মানবিক শাখা থেকে ২৫ জন ভর্তিচ্ছু ভর্তির সুযোগ পাবেন।
এসএআর/এমএন