ঢাবিতে বঙ্গবন্ধু ফুটবল প্রিমিয়ার লীগ শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের আয়োজিত ‘বঙ্গবন্ধু ফুটবল প্রিমিয়ার লিগ-২০২২’ এর পর্দা উঠেছে।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন- হল প্রভোস্ট অধ্যাপক ড. একেএম সাইফুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
প্রিমিয়ার লীগে ছয়টি টিমের হয়ে অংশ নিয়েছেন হলের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। অংশগ্রহণ করা টিমগুলো হচ্ছে- সংগ্রাম ৭১, ক্রাক প্লাটুন, জয় বাংলা একাদশ, মুক্তিফৌজ একাদশ, গেরিলা ৭১ এবং মুজিব বাহিনী একাদশ। আজ উদ্বোধনী ম্যাচে সংগ্রাম ৭১ কে ০-১ গোলে হারিয়ে বিজয়ী হয় ক্রাক প্লাটুন। লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুলাই।

উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এটি একটি মহৎ উদ্যোগ। শারীরিক ও মানসিক উৎকর্ষতা বাড়াতে খেলাধুলার বিকল্প নেই। আগামী দিনেও হল ছাত্রলীগ এমন সুন্দর আয়োজন অব্যাহত রাখবে বলে আমি প্রত্যাশা করি।
হল ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা যাতে খেলাধুলার মাধ্যমে শারীরিকভাবে সুস্থ থাকতে পারে, মানসিক উৎকর্ষ সাধিত হয় এবং মাদকের ভয়াবহতা থেকে নিজেদের রক্ষা করতে পারে সেজন্য আমরা হল ছাত্রলীগ এ আয়োজন করেছি। আমরা আগামী দিনগুলোতেও এমন উদ্যোগ গ্রহণ করব। শিক্ষার্থীদের পাশে থাকব।
সাধারণ সম্পাদক মুনেম শাহারিয়ার মুন বলেন, বঙ্গবন্ধু ফুটবল প্রিমিয়ার লীগ-২০২২ এ যে দলই বিজয়ী হোক না কেনো; আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এ বিজয় হবে প্রত্যেকটি শিক্ষার্থীর মানসিক অবসাদ ভাঙ্গার বিজয়, নিজেকে নতুনভাবে গড়ে তোলার বিজয়। হল ছাত্রলীগ সর্বদা ইতিবাচক কাজের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকবে।
এইচআর/এমএইচএস