চবিতে ৩ ধাপে ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ৫ এপ্রিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ৫ এপ্রিল। আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ২২ জুন থেকে ২৫ জুন ও ২৮ জুন থেকে ১ জুলাই এবং ৫ জুলাই থেকে ৮ জুলাই অনুষ্ঠিত হবে। ইউনিট/উপ-ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
আগামী ৫ এপ্রিল বেলা ১১টা থেকে ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। আবেদন ফি ২ মে রাত ১২টা পর্যন্ত জমা দেওয়া যাবে।
আরএআর