৩ জানুয়ারি কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, ৯ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন ৩৭০১

আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের, যা সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী চলবে। এবার গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৩ হাজার ৭০১টি।
সোমবার (২৪ নভেম্বর) প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৫ নভেম্বর থেকে, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা। এ বছর ভর্তি পরীক্ষার সার্বিক দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।
ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে ২০২৫ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষার সিলেবাস অনুসারে। বিষয়ভিত্তিক নম্বর বণ্টন হলো : ইংরেজি ১০, প্রাণিবিজ্ঞান ১৫, উদ্ভিদবিজ্ঞান ১৫, পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২০ ও গণিত ২০। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
মোট ১৫০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফল থেকে ২৫ নম্বর এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফল থেকে আরও ২৫ নম্বর যোগ করে চূড়ান্ত ফলাফল তৈরি করা হবে। এর ভিত্তিতেই প্রকাশ করা হবে মেধা ও অপেক্ষমাণ তালিকা।
প্রসঙ্গত, কৃষি গুচ্ছের অন্তর্ভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয় হলো— গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
আরএইচটি/এমএন