বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত অনার্স চতুর্থ বর্ষের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেওয়াসহ সকল বর্ষের পরীক্ষার দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে ব্রজমোহন কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
বেলা সাড়ে ১১টার দিকে কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া আন্দোলনরত শিক্ষার্থীদের নানা আশ্বাস দিলেও শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
কোতোয়ালি থানা পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. রাসেল বলেন, কলেজ অধ্যক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কতৃর্পক্ষের সঙ্গে কথা বলেছেন। আমরাও শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করেছি। তারা কিছু সময়ের মধ্যে সড়ক অবরোধ তুলে নিবেন।
ব্রজমোহন কলেজের বাংলা বিভাগের ছাত্র জুবায়ের বলেন, করোনায় আমরা অনেক পিছিয়ে গেছি। আমাদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা না হওয়ায় চাকরির জন্য আবেদনও করতে পারছি না। আমরা চাই অবিলম্বে আমাদের বাকি পরীক্ষাগুলো নিয়ে নেওয়া হোক।
অধ্যক্ষ গোলাম কিবরিয়া বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। আমি উচ্চ পর্যায়েও কথা বলেছি। শিক্ষার্থীদের সড়ক থেকে সরে আসার জন্য আমি ওদের সঙ্গে বসেছি।
সৈয়দ মেহেদী হাসান/এসপি