বঙ্গবন্ধু জীবনের মায়া না করে স্বাধীনতা এনে দিয়েছেন : জবি উপাচার্য

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৮ আগস্ট ২০২২, ০৪:০৭ পিএম


বঙ্গবন্ধু জীবনের মায়া না করে স্বাধীনতা এনে দিয়েছেন : জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেছেন, বঙ্গবন্ধু তার জীবনের মায়া না করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। শুধু স্বাধীনতা এনেই থেমে যাননি, একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন করার মতো চ্যালেঞ্জ নিয়েছিলেন। সেই বঙ্গবন্ধুই কুচক্রীদের কালো থাবায় পড়েছেন। 

রোববার (২৮ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় বক্তৃতা প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

জবি উপাচার্য বলেন, যারা বলেন, আওয়ামী লীগ ইসলাম বিশ্বাস করে না তারাই প্রকৃতপক্ষে ইসলামবিদ্বেষী। বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের যে কত বড় উপকার করেছেন, তা কি প্রমাণ করে না যে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ ইসলামের পক্ষে নাকি বিপক্ষে?  

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম বাবু বলেন, ১৫ আগস্টের এ হত্যাকাণ্ড কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। জিয়াউর রহমানকে সেনাবাহিনীর প্রধান না করে মেজর জেনারেল শফিউল্লাহকে প্রধান করায় সেই ক্ষোভে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। জিয়াউর রহমান হিংসা, বিদ্বেষ, লোভের কারণেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হলেন জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, বহুদিন পরে হলেও এ হত্যাকাণ্ডের বিচার করেছেন তারই কন্যা শেখ হাসিনা। আর এই খুনি জিয়াও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কিন্তু তার সেই হত্যাকাণ্ডের বিচার তো দূরের কথা, কেউ বিচারের কথাও তোলে না। এটিই প্রমাণ করে জিয়া ও তার দল মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামালউদ্দিন আহমেদ বলেন, বিএনপি অপপ্রচারকারী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ইদানীং বিএনপি নেতারা যে মিথ্যা-বানোয়াট প্রচার করছেন, তা আমাদের খুবই বিব্রত করে। আমি ওইসব নেতাদের বলব এসব মিথ্যা-বানোয়াট বক্তব্য না দেওয়ার জন্য। 

জবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজুর সঞ্চালনায় প্রতিযোগিতা আয়োজনে সভাপতিত্ব করেন সাইদুল ইসলাম সাইদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল ও ডিবেটিং সোসাইটির মডারেটর মেফতাহুল হাসান। 

আরএইচ

Link copied