ইবিতে কর্মঘণ্টা কমলো

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি

০১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৭ এএম


ইবিতে কর্মঘণ্টা কমলো

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে অফিস সময় আধা ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। এখন থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস খোলা থাকবে।

বুধবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব অফিস শনিবার (০৩ সেপ্টেম্বর) থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এ সময় বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি জরুরি পরিসেবা যথারীতি চালু থাকবে।

এছাড়া বাস চলাচলের সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী শনিবার থেকে বুধবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও ভাড়া করা পরিবহনগুলো সকাল ৮টা, সকাল ১০টা, বিকেল ৩টা ও সন্ধ্যা ৭টায় কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকূপা থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসবে। এছাড়া সকাল ৯টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও রাত ৮টা ১০ মিনিটে কুষ্টিয়া-ঝিনাইদহের উদ্দেশে ছেড়ে যাবে।

রাকিব হোসেন/এসপি

Link copied