সাকুরা এক্সচেঞ্জে অংশ নিতে জাপান যাচ্ছেন চবির ১০ শিক্ষার্থী

জাপানের সায়েন্স অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয়ের আমন্ত্রণে সাকুরা এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে জাপান যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১০ শিক্ষার্থী।
রোববার (১৮ সেপ্টেম্বর) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান, সমাজতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ.বি.এম. নাজমুল ইসলাম খান, বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ড. মোঃ আকতার হোসেন, চবি পালি বিভাগের সভাপতি শাসনানন্দ বড়ুয়া রূপন এবং পালি বিভাগের অধ্যাপক ড. জ্ঞান রত্ন শ্রমণ।
সাকুরা এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে ১০ শিক্ষার্থী আগামী ২৩ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে রওয়ানা দেবেন। তারা হলেন, কামরুন নাহার, ইশরাত জাহান ইমু, তাসকিন হাবিবা, ফাহিম তাসনিম, ঐশী কর্মকার, ইসরাত জাহান সনম, শারমিন আক্তার জয়া, উর্মিলা চাকমা, নিশি চাকমা ও জান্নাতুল ফেরদৌস। এই ১০ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, সমাজতত্ত্ব এবং পালি বিভাগে অধ্যয়নরত। এছাড়া তাদের নেতৃত্বে থাকবেন বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন।
উল্লেখ্য, সাকুরা এক্সচেঞ্জ প্রোগ্রামে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার আগামী ২৫ সেপ্টেম্বর জাপান যাবেন।
রুমান/এসকেডি