চবিতে এক সপ্তাহে দুই ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক সপ্তাহের ব্যবধানে দুইজন ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের একজন সীমান্ত ভৌমিক, অন্যজন মিনহাজ ইসলাম রিফাত। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে কয়েকজন শিক্ষার্থী সীমান্ত ভৌমিককে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান। এর আগে গত ২৭ নভেম্বর শিক্ষার্থীদের হাতেই মিনহাজ ইসলাম রিফাত ধরা পড়েন।
জানা যায়, সীমান্ত ভৌমিকের বাড়ি খুলনা সদরে। তার বাবা বিপ্লব ভৌমিক এবং মা ভারতী ভৌমিক। তিনি ২০২৪ সাল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাস করছেন। দক্ষিণ ক্যাম্পাসের আর. কে. টাওয়ারের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন। কয়েকদিন ধরে তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় কয়েকজন শিক্ষার্থী তাকে নজরদারিতে রাখেন। পরে সন্দেহ আরও বাড়লে জিজ্ঞাসাবাদে তার পরিচয় ভুয়া বলে প্রমাণিত হয়। এরপর তাকে প্রক্টরিয়াল অফিসে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে, মিনহাজ চট্টগ্রামের আর এইচ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি নিজেকে চবির অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতেন। এ ছাড়া অর্থনীতি বিভাগের সিনিয়র নারী শিক্ষার্থীদের কাছে কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। এসব সন্দেহের ভিত্তিতে কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, শিক্ষার্থীরা এখন অনেক সচেতন। তাদের উদ্যোগেই দীর্ঘদিন ধরে শিক্ষার্থী সেজে ঘুরে বেড়ানো ভুয়া শিক্ষার্থীরা ধরা পড়ছেন। আমরা ভুয়া শিক্ষার্থীদের বিষয়ে আরও সতর্ক থাকব।
আতিকুর রহমান/এআরবি