চবির প্রধান ফটকে তালা দিলেই শাস্তিমূলক ব্যবস্থা 

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি

২২ সেপ্টেম্বর ২০২২, ০৬:০০ পিএম


চবির প্রধান ফটকে তালা দিলেই শাস্তিমূলক ব্যবস্থা 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান ফটকে তালা দিলে শাস্তিমূলক ব্যবস্থার গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে শিক্ষার্থীরা যখন-তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও পরিবহন দপ্তরসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ অফিস বন্ধ করে দিচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইন্সটিটিউট এর পূর্ব নির্ধারিত ক্লাস,পরীক্ষা ও সেমিনার আয়োজনে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। 

এছাড়া একাডেমিক ও দাপ্তরিক কাজে ক্যাম্পাসে আগত শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সেবাপ্রার্থীদের খুবই সমস্যায় পড়তে হয়। এতে করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, কর্মঘণ্টা নষ্ট হয় এবং বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করার লক্ষ্যে গৃহিত পদক্ষেপ বাধাগ্রস্থ হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কিংবা বহিরাগত কেউ যদি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বিঘ্নিত করে তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান ঢাকা পোস্টকে বলেন, প্রধান ফটকে আটকে রাখার বিষয়টি ইদানিং বেশি হচ্ছে। ফলে সবাইকে ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি চায় না। আমরা সেজন্য এখন থেকে এসব কাজে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো। 

প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি বর্ধিতকরণ, যোগ্যদের মূল্যায়ন, বিবাহিত এবং নিষ্ক্রিয়দের বাদ দেওয়ার দাবিতে প্রধান ফটকে তালা দেয় একাংশের নেতাকর্মীরা। ফলে বিশ্ববিদ্যালয়ের চলমান প্রায় ১৪টি বিভাগের পরীক্ষা স্থগিত হয়।

এর আগেও একাধিকবার প্রধান ফটকে তালা লাগানো ঘটনা ঘটেছে। ট্রেনের শিডিউল বাড়ানো, শিক্ষার্থীকে সিএনজি চালকের মারধর, পূর্ণাঙ্গ কমিটি কিংবা ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলেও তালা লাগে প্রধান ফটকে। সঙ্গে রয়েছে শাটল ট্রেন বন্ধ করে দেওয়ার ঘটনাও। এতে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে শিক্ষার্থীদের। ব্যহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রমও। 

রুমান/এমএএস

Link copied