বিনামূল্যে ঢাবিতে কাউন্সেলিং সেবা দেবে ১৬ প্রতিষ্ঠান

তরুণ সমাজের সুস্বাস্থ্য নিশ্চিত করতে আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘দ্য ইয়ুথ মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং’ শীর্ষক কার্নিভাল।
এতে বিনামূল্যে কাউন্সেলিং, ইয়োগা, মেডিটেশন, যোগব্যায়াম, আর্ট থেরাপি, ক্লে থেরাপিসহ নানা সেবা প্রদান করবে ১৬টি প্রতিষ্ঠান। এছাড়াও আরও থাকছে মানসিক স্বাস্থ্য সেবা দানকারীদের সঙ্গে সংলাপ, সাংবাদিকদের সঙ্গে সংলাপ, তারকাদের সঙ্গে সংলাপ, আরও থাকছে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান।
কার্নিভালে সেবা দিবেন যারা : ১. নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২. আঁচল ফাউন্ডেশন ৩. সাজেদা ফাউন্ডেশন ৪, ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন ৫. এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ৬. হিল বাংলাদেশ ৭. হিরোস ফর অল ৮. কেপিআর ৯. হিলিং হাট কাউন্সেলিং ইউনিট ১০. মন নিয়ে ১১. মনের বন্ধু ১২. নো পাসপোর্ট ভয়েস ১৩. পিডব্লিউএইচসি ১৪. শিশু আঙ্গিনা ১৫. আইসোস্যাল ও ১৬. কান পেতে রই।
আঁচল ফাউন্ডেশন ও ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন যৌথভাবে এই কার্নিভালটির আয়োজন করছেন। সহযোগী সংস্থা হিসাবে আছেন বাংলাদেশ মেন্টাল হেলথ নেটওয়ার্ক এবং স্টুডেন্ট কাউন্সেলিং ও গাইডেন্স অফিস, ঢাকা বিশ্ববিদ্যালয়। আর্থিক সহায়তায় রয়েছেন এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সাজেদা ফাউন্ডেশন, মনের বন্ধু, হিল বাংলাদেশ ফাউন্ডেশন, শিশু আঙ্গিনা এবং দ্য ওয়েলবিং প্রজেক্ট। স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকবে রেড অরেঞ্জ।
কার্নিভাল আয়োজনের উদ্দেশ্য নিয়ে আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ বলেন, ‘অচল ফাউন্ডেশন গত কয়েক বছর যাবত নিরলসভাবে কাজ করে দেখাতে সক্ষম হয়েছে যে আমাদের তরুণ সমাজ বিশেষ করে শিক্ষার্থীরা মানসিক সমস্যা নিয়ে কতটা অবহেলিত। মানসিক স্বাস্থ্য নিয়ে মৌলিক ধারণাটুকুও তাদের মাঝে অনুপস্থিত। ফলে প্রতি বছরই আত্মহত্যা জ্যামিতিক হারে বাড়ছে।’
তিনি আরও বলেন, ‘কার্নিভাল আয়োজন করার মাধ্যমে তরুণ শিক্ষার্থীদেরকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি আমরা। জীবনের চলার পথে কখনোই যেন ভেঙ্গে না পড়ে। পাশাপাশি বিষণ্ন সময়ে নিজের মনের যত্ন কিভাবে নেবে সে বিষয়েও তারা জানতে পারবে।’
এইচআর/এমএ