সাংবাদিকদের দায়িত্ব পালনে সহযোগিতার নির্দেশ ছাত্রলীগের

গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দায়িত্ব পালনে নেতাকর্মীদের সর্বাবস্থায় সহযোগিতা করার নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
রোববার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়।
সম্প্রতি ঢাবি ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে নেতাকর্মীদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
তিনি বলেন, আমরা যারা রাজনীতি করি আর যারা সাংবাদিকতা করে আমাদের একটাই লক্ষ্য। আমরা মানুষের জন্য কাজ করি। আমাদের নেতাকর্মীরা যাতে সাংবাদিকদের সাথে সমন্বয় করে সহযোগিতা করে সেজন্য আমাদের এই নির্দেশনা। সম্প্রতি আমাদের কিছু নেতাকর্মীর সাথে সাংবাদিকদের মনোমালিন্য ও ভুল বুঝাবুঝি হয়েছে, আমরা সেটা আর চাই না। সাংবাদিকরা আমাদের সহযোগিতা করছে, আমরাও তাদের সহযোগিতা করব। এ ধরনের দৃষ্টিভঙ্গি আমাদের থাকা উচিত।
বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে নেতাকর্মীদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়। অন্যান্য নির্দেশনার মধ্যে রয়েছে- সাংগঠনিক কর্মসূচি ও নির্দেশনার বাইরে ব্যক্তিগত ও দলবদ্ধ যেকোনো কর্মকাণ্ডে জড়িত হওয়া থেকে বিরত থাকতে হবে; বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে পরিবেশ নষ্ট হতে পারে এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হওয়া যাবে না; ব্যক্তিগত ব্যানার, ফেস্টুন ব্যবহার থেকে বিরত থাকতে হবে; মোটর বাইক শোডাউন, উচ্চ শব্দে হর্ন বাজানো, সাউন্ড সিস্টেমের মাত্রাতিরিক্ত ব্যবহার করা যাবে না; বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল অপরাপর প্রগতিশীল ছাত্র সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে; সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী, নিরাপত্তা বিঘ্নকারী, বেআইনি, ইভটিজিং, র্যাগিং ইত্যাদি কর্মকাণ্ডের সাথে কোনোভাবেই জড়িত হওয়া যাবে না।
বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ছাত্রলীগের প্রতিটি কর্মী এক একজন অনুকরণীয় ও নির্ভরশীল বন্ধু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক।
এইচআর/ওএফ