প্রীতি ক্রিকেট ম্যাচে ডুজাকে হারিয়ে চ্যাম্পিয়ন ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ম্যাচে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে ৪০ রানে হারিয়ে জয় লাভ করে ঢাবি ছাত্রলীগ।

খেলায় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাবি ছাত্রলীগের সভাপতি মাযহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ অন্যান্যরাও অংশ নেন। বিপরীতে ডুজার সভাপতি মামুন তুষার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেলের নেতৃত্বে ডুজার সদস্যরা খেলায় অংশ নেন।
খেলায় টসে জিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ১৯৩ রান সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। জবাবে ব্যাট করতে নেমে শেষ ওভার পর্যন্ত ১৫৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় ডুজা।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া। এছাড়াও শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূইয়া, ডুজার সাবেক সভাপতি আবির রায়হানসহ সংগঠনটির বর্তমান নেতারা ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
অনুষ্ঠানে অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া বলেন, এ খেলার মধ্যে দিয়ে উভয় সংগঠনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি পাবে বলে আমি প্রত্যাশা করি।
অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া বলেন, একটি সুন্দর ক্যাম্পাস তৈরি করতে এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এসময় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ক্যাম্পাসে সাংবাদিকদের যে কোনো পেশাগত কাজে ছাত্রলীগের নেতাকর্মীরা সহযোগিতা করবেন।
সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, একটি মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে প্রত্যেক শিক্ষার্থীকে খেলার মাঠে ফিরতে হবে।
ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, সাংবাদিকরা আমাদের সমালোচনা অবশ্যই করবেন, যাতে আমরা পরিশুদ্ধ হতে পারি। একইসাথে তারা আমাদের ভালো কাজগুলোও তুলে ধরবেন।
ডুজা সভাপতি মামুন তুষার বলেন, ক্যাম্পাসের ক্রিয়াশীল সংগঠনগুলোর সাথে ডুজা সবসময়ই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে। এ প্রীতি ম্যাচ সেটিরই ধারাবাহিকতা। সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান ডুজার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। ম্যান অব দ্য ম্যাচ ও সেরা ব্যাটারের পুরষ্কার পান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অতনু বর্মন (১০৭*)। আর ৪ উইকেট শিকার করে সেরা বোলারের পুরষ্কার পান মেহেদী হাসান শান্ত।
এইচআর/এফকে