জবিতে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন 

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৮ মে ২০২৩, ০৫:০৬ পিএম


জবিতে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গানে-গানে জন্মজয়ন্তী উদযাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংগীত বিভাগ।

সোমবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনমুখী গানের মধ্য দিয়ে এ জন্মজয়ন্তী উদযাপন করা হয়।  

অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের ‌‘ঐ মহামানব আসে’ গানটি ঐকতানে গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে রবীন্দ্রনাথ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শেষে একে একে মোট ১৯টি জীবনমুখী গান করেন শিক্ষক শিক্ষার্থীরা। সর্বশেষ, জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, বর্তমান সময়ে তরুণদের মাঝে রবীন্দ্রনাথকে ধারণের প্রবণতা কম। সংগীত বিভাগের এ আয়োজনকে আমি সাধুবাদ জানাই। পরবর্তী সময়ে অনেক বড় পরিসরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েই রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মজয়ন্তী পালনের ইচ্ছে আছে আমাদের। প্রয়োজনে অন্যান্য বিশ্ববিদ্যালয়কেও আমন্ত্রণ জানানো হবে।

অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান ড.ঝুমুর আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ, কলা অনুষদের ডিন, ছাত্র কল্যাণ পরিচালক, শিক্ষক সমিতির সভাপতিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।

এমএল/এসকেডি

Link copied