গণ অধিকার পরিষদের ‘দুর্নীতি ও দুঃশাসন’ বিরোধী গণসমাবেশ শুক্রবার

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৮ মে ২০২৩, ০৯:৫৩ পিএম


গণ অধিকার পরিষদের ‘দুর্নীতি ও দুঃশাসন’ বিরোধী গণসমাবেশ শুক্রবার

রাজধানীতে ‘দুর্নীতি ও দুঃশাসন’ বিরোধী গণসমাবেশ করবে গণ অধিকার পরিষদ। শুক্রবার (১৯ মে) বিকেল চারটায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৮ মে) গণঅধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেল চারটায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের (জামান টাওয়ার, কালভার্ট রোড, পুরানা পল্টন) সামনে ‘দুর্নীতি ও দুঃশাসন’ বিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরসহ কেন্দ্রীয় নেতারা।

ঢাকা পোস্টকে আবু হানিফ বলেন, ‘সরকারের চলমান দুঃশাসনের বিরুদ্ধে আমাদের এই সমাবেশ। এই সরকার নৈতিকভাবে ক্ষমতায় থাকার যোগ্যতা রাখে না। আমরা এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। এই সমাবেশ থেকে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ও নতুন কর্মসূচি ঘোষণা করবেন।’

এইচআর/কেএ

Link copied