চবিতে বাড়তি ভাড়া দাবি, ৯ চালককে জরিমানা

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,চবি  

১৯ মে ২০২৩, ০৪:৪৩ পিএম


চবিতে বাড়তি ভাড়া দাবি, ৯ চালককে জরিমানা

প্রতিবছরের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষা ক্যাম্পাসেই অনুষ্ঠিত হচ্ছে। দেশের নানা প্রান্ত থেকে দিনে লাখো ভর্তিচ্ছু আর অভিভাবকদের পদচারণায় মুখর থাকে পুরো ক্যাম্পাস। আর এসব যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায়ে তৎপর কিছু অসাধু চালক।

বুধবার (১৭ মে) অতিরিক্ত ভাড়া দাবির দায়ে ৮ বাস ও এক সিএনজি চালককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট পুলিশ বক্সে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম।

বিষয়টি নিশ্চিত করে প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, অতিরিক্ত ভাড়া দাবি করায় ৮ বাস চালককে ৫০০ টাকা করে ৪ হাজার এবং এক সিএনজি চালককে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভর্তি পরীক্ষার সময় কোনো পরিবহন বাড়তি ভাড়া দাবি করলে সাথে সাথে প্রশাসনকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান রইল।

জানা যায়, ভর্তি পরীক্ষা সামনে রেখে বাস, রিকশাচালক ও সিএনজি চালকরা নির্ধারিত ভাড়ার থেকে কয়েক গুণ বেশি চাচ্ছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থেকে। বেশি ভাড়া না দিলে কোনো চালকই যেতে রাজি হচ্ছেন না। তাই অসহায় হয়ে অতিরিক্ত মূল্যেই গন্তব্যে যেতে হচ্ছে ভর্তিচ্ছুদের।

রুমান/এসকেডি

Link copied