শাবিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ‘নক্ষত্রের অক্ষরে রচিত’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভিডিওবার্তার মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
ভিডিওবার্তায় তিনি বলেন, ‘সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে পরাধীনতার শৃঙ্খল থেকে এ দেশকে ছিনিয়ে এনেছেন বঙ্গবন্ধু। তার হাত ধরে এ দেশের উন্নয়নের বীজ বপন হয়। আমাদের সৌভাগ্য বঙ্গবন্ধুর দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আরও বলেন, ‘নক্ষত্রের অক্ষরে রচিত’ স্মারকগ্রন্থের মাধ্যমে বঙ্গবন্ধুকে নতুন করে জানবে এই প্রজন্ম। তার জীবন আদর্শের চর্চা হবে।’
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও রেজিস্ট্রার ইশফাকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘নতুন প্রজন্মের জন্য এই বই খুবই গুরুত্বপূর্ণ। এই বই থেকে বঙ্গবন্ধুর বহুমাত্রিক চিন্তাভাবনা সম্পর্কে জানা যাবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস। এ ছাড়া স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জফির উদ্দিন।
দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে ছিল সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, সকাল ৯টা ৫ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং সকাল ৯টা ২৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।
এছাড়া ১০টা ১০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কার্যক্রম পালন করেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
কর্মসূচিতে শিক্ষক সমিতি, শিক্ষকদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন অনুষদ, বিভাগ, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহীদ মিনারে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে।
এমএসআর