লকডাউনে সীমিত পরিসরে চালু থাকবে জবির দাফতরিক কার্যক্রম

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৫ এপ্রিল ২০২১, ০৭:৪২ এএম


লকডাউনে সীমিত পরিসরে চালু থাকবে জবির দাফতরিক কার্যক্রম

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশজুড়ে আজ সোমবার সকাল ৬টা থেকে এক সপ্তাহের জন্য শুরু হয়েছে লকডাউন। তবে লকডাউনেও চালু থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জরুরি দফতর ও জরুরি কাজে নিয়োজিত জনবল। এছাড়া বন্ধ থাকবে সকল বিভাগ/দফতর ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞতিতে বলা হয়, সরকারের প্রজ্ঞাপনের প্রেক্ষিতে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জরুরি দফতর ও জরুরি কাজে (যেমন: বিদ্যুৎ , গ্যাস, পানি, টেলিফোন, ইন্টারনেট, জরুরি গবেষণা ইত্যাদি) নিয়োজিত জনবল ছাড়া প্রতিটি বিভাগ/দফতর বন্ধ থাকবে।

তবে উপাচর্যের দফতর, ট্রেজারার দফতর, রেজিস্ট্রার দফতর, অর্থ ও হিসাব দফতর, প্রকৌশল দফতর, পরিকল্পনা ও উন্নয়ন দফতর এবং প্রষ্টর দফতর সীমিত জনবল দ্বারা সীমিত আকারে চালু থাকবে এবং সব ধরনের অনলাইন কার্যক্রম চালু থাকবে। 

এনএফ

Link copied