দ্বিতীয় পরীক্ষায়ও করোনা পজিটিভ ঢাবি প্রক্টর

করোনাভাইরাসের টিকা নিয়েও আক্রান্ত হওয়ার পর দ্বিতীয় পরীক্ষায়ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর আগে গত ১৭ মার্চ তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) দ্বিতীয় দফায়ও রিপোর্ট পজিটিভ আসার বিষয়টি তিনি নিজেই ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত শনিবার (১০ এপ্রিল) দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করাই। সেখানেও আমার রিপোর্ট পজিটিভ এসেছে। মাঝে দুই সপ্তাহ হাসপাতালে ছিলাম। এখন বাসায় আইসোলেশনে আছি। বিশ্ববিদ্যালয় পরিবারের সবার কাছে দোয়া কামনা করছি।
অধ্যাপক গোলাম রাব্বানী গত ৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন।
এইচআর/এসএসএইচ