জবিতে নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সহকারী প্রক্টর পদে নতুন দায়িত্ব পেয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আল আমীন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আগামী দুই বছরের জন্য সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা ও সহকারী অধ্যাপক মো. আল আমিন সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। বিধি মোতাবেক তারা সুযোগ সুবিধা পাবেন।
এদিকে মেয়াদ শেষ হওয়া সাপেক্ষে দুই সহকারী প্রক্টরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি প্রাপ্তরা হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল হোসাইন ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান।
এর আগেও গত ৬ ফেব্রুয়ারি পাঁচজন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। তারা হলেন, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক নুমান মাহফুজ, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কেএম সুজা উদ্দিন, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কিশোর রায়, ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনির হোসেন এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক মনিরা জাহান সুমি।
এমএল/এমএসএ