মুক্তিযুদ্ধের অস্থায়ী সরকারের শপথ স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে মুক্তিযুদ্ধের অস্থায়ী সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা-২০২১ আহ্বান করা হয়েছে।
আগামী ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত অনূর্ধ্ব ৩০ বছরের বাংলাদেশের যেকোনো নাগরিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
নিয়মাবলিঃ
১। কবিতা অবশ্যই মুক্তিযুদ্ধ বা অধিকার আদায় কেন্দ্রিক হতে হবে।
২। আবৃত্তি [email protected] এই ইমেইলে পাঠাতে হবে।
৩। আবৃত্তিটি ভিডিও করে পাঠাতে হবে।
৪। ভিডিওর সময়সীমা সর্বোচ্চ ৫ মিনিট।
৫। আবৃত্তিটি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অফিশিয়াল ফেসবুক পেইজে আপলোড করা হবে। পেইজ থেকে বিচারকরা মূল্যায়ন করবেন।
৬। অনূর্ধ্ব ৩০ বছরের বাংলাদেশের যেকোনো নাগরিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
বিজয়ীদের মধ্যে সর্বমোট ১০ জনকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার হিসেবে থাকবে- নগদ ৩ হাজার টাকা, ক্রেস্ট ও বই; দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে- নগদ ২ হাজার টাকা, ক্রেস্ট ও বই; তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে- নগদ ১ হাজার টাকা, ক্রেস্ট ও বই। এছাড়া আরও সাত জনকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও বই দেওয়া হবে।
এইচআর/এসএসএইচ