রাবির ভর্তি পরীক্ষা পেছাল

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি

২০ মে ২০২১, ০৩:৩৫ পিএম


রাবির ভর্তি পরীক্ষা পেছাল

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অনার্স (সম্মান) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) ভর্তি উপকমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা আগামী ১৬ আগস্ট ‘সি’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে। এরপর ১৭ আগস্ট ‘এ’ ইউনিট এবং সর্বশেষ ১৮ আগস্ট ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া ​হবে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক বাবুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ ও দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নতুন সিদ্ধান্ত মোতাবেক পরিবর্তিত সময়সূচি অনুযায়ী পরীক্ষাগুলো নেওয়া হবে।

প্রতিটি পরীক্ষা তিনটি শিফটে হবে এবং তিন দিনেই পরীক্ষা শেষ হবে। এবারের ভর্তি পরীক্ষায় ৪ হাজার ১৭৩টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১ লাখ ২৭ হাজার ৬৪৬টি। এই হিসাবে প্রতি আসনে লড়বেন ৩১ জন ভর্তিচ্ছু। ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে এবং স্বশরীরে উপস্থিত থেকে পরীক্ষা নেওয়া হবে।

এর আগে ভর্তি পরীক্ষা ১৪, ১৫ ও ১৬ জুন তিনটি ইউনিটে নেওয়ার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এসপি

Link copied