জবিতে অনশনরত শিক্ষার্থীদের সমর্থন দিয়ে যোগ দিলেন হলের ছাত্রীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে সকাল থেকে চলমান অনশনে এখন পর্যন্ত ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অনশনে সমর্থন ও অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের দেখতে হল থেকে নেমে এসেছেন শতাধিক ছাত্রী।
রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে অনশন স্থলে এসে উপস্থিত হন।
এসময় ইসলামিক স্টাডিজ বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী সূচী বলেন, আমরা হল থেকে বের হয়েছি এখানে এসে বসবো বলে। আমাদের ভাইয়েরা যেহেতু এখানে আছেন, আমরাও এক-দুই ঘণ্টা কিংবা তিন ঘণ্টা এখানে থাকবো।
আরও পড়ুন
ইংরেজি বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী মহাশ্বেতা রায় মিতু বলেন, আমরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ার পক্ষে। আমরা আমাদের ভাইদের অনশনকে সমর্থন জানাতে এখানে এসেছি।
ইসলামিক স্টাডিজ বিভাগের ১৪ ব্যাচের রিতা বলেন, যখন একেক করে আমার ভাইয়েরা অসুস্থ হয়ে পড়েছে তখন আমরা হল থেকে বের হয়ে আমাদের ভাইদের দেখতে এসেছি।
এমএল/এমএসএ