অনশনের ৫৩ ঘণ্টা পেরোলেও ডাকসুর তফসিলের বিষয়ে নীরব বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের নির্বাচন কমিশন ও নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা, নিরাপদ ক্যাম্পাস ও ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশন করছেন ঢাবি শিক্ষার্থীরা।
শুক্রবার (২৩ মে) দুপুর পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অনশনে বসার ৫৩ ঘণ্টা পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অনশনরতদের দাবির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
জানা যায়, নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ও নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণাসহ তিন দাবিতে বুধবার (২১ মে) দুপুর সাড়ে ১২টায় অনশন শুরু করেন ঢাবি শিক্ষার্থী ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। এরপর বিভিন্ন সময়ে তার সঙ্গে সংহতি জানিয়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অনশনে বসেছেন অনেকে। তবে শুক্রবার দুপুর পর্যন্ত বিন ইয়ামিন মোল্লার অনশনে বসার ৫৩ ঘণ্টা পার হয়েছে।
আরও পড়ুন
এছাড়াও স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জালালউদ্দীন মোহাম্মদ খালিদের একই দাবিতে অনশনে বসার একদিন ইতোমধ্যে পার হয়েছে।
অনশনরত মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহতাব ইসলাম বলেন, আমরা ৫৩ ঘণ্টা অনশন করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বেশ কয়েকজন এসে আমাদের শারীরিক অবস্থার খোঁজ নিলেও আমাদের মূল দাবি নিয়ে তাদের কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখিনি। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাব, অতি দ্রুত আমাদের দাবি মেনে নিন।
এ বিষয়ে বিন ইয়ামিন মোল্লা বলেন, অনশনে বসার রাতে টিম নিয়ে ঢাবি প্রক্টর এসেছিলেন, পরদিন সকালে ভিসি এসেছিলেন। তারা জানিয়েছেন বাকিদের সঙ্গে কথা বলে জানাব। ভিসি ঢাকার বাইরে যাওয়ার আগে আনঅফিসিয়ালি জানিয়েছেন বাকি অংশীজনদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন। কিন্তু এখনো আমাদের দাবিগুলোর বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ড. সায়মা হক বিদিশা গতকাল (বৃহস্পতিবার) রাতে এসেছিলেন। তিনি আশ্বাস দেন উপাচার্যের সঙ্গে আলোচনা করে বিস্তারিত জানাবেন। কিন্তু এখনো আমাদেরকে কিছু জানানো হয়নি।
এসএআর/এসএসএইচ