ঢাবি উপাচার্য স্বপদে বহাল থাকার নৈতিক ভিত্তি হারিয়েছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মব কালচার তৈরি করে শিক্ষার্থীদের সুস্থ, স্বাভাবিক ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের স্বপ্ন ভূলুণ্ঠিত করেছেন। তাই জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে ঢাবি উপাচার্য তার স্বপদে বহাল থাকার নৈতিক ভিত্তি হারিয়ে ফেলেছেন।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে ঢাবি ক্যাম্পাসে ককটেল উদ্ধার ও বিস্ফোরণের ঘটনায় প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অনুষ্ঠিত ছাত্রদলের বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টিএসসির থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলা ভবন সামনে অপরাজেয় বাংলার পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ঢাবি ছাত্রদল সভাপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একের পর এক মব সৃষ্টি হলেও প্রক্টর কোনো দায়িত্বশীল ভূমিকা রাখেনি। তাই ছাত্রলীগের সন্ত্রাসীরা বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে বোমা নিক্ষেপ করার সাহস পেয়েছে। প্রক্টর যদি বিশ্ববিদ্যালয়ের মব কালচারকে শুরুতেই দমন করতেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বস্তির নিশ্বাস ফেলতেন। তা করতে ঢাবি প্রক্টর ব্যর্থ হয়েছেন।
তিনি আরও বলেন, ছাত্রদল ৫ আগস্ট পরবর্তী সময়, বিগত সময়ের সঙ্গে বর্তমানের সমন্বয় করে ক্যাম্পাসে শিক্ষার্থীরা যাতে নিরাপদ পরিবেশে ক্যারিয়ার গঠন করে দেশের সেবা করতে পারে তার জন্য কয়েকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ও প্রক্টর ক্যাম্পাসকে নিরাপত্তা বলয়ে ঢেকে রাখার শক্তি এবং সামর্থ্য রাখে না।
ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল ফাটিয়ে অনিরাপদ করে শিক্ষার্থীদের মনে ভয় ভীতি সঞ্চার করতে চায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনীহা ও বিচারহীনতার সংস্কৃতির কারণে ক্যাম্পাস আবার অনিরাপদ হয়ে যাচ্ছে। ছাত্রদলের নেতাকর্মীরা সজাগ থাকবে ছাত্রলীগের সন্ত্রাসীদের থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপদ রাখার জন্য।
আরও পড়ুন
এ সময় কর্মসূচিতে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র সহ সভাপতি মাসুম বিল্লাহ, সহ সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ, সাংগঠনিক সম্পাদক নুর আলম ভুঁইয়া ইমনসহ ছাত্রদলের বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ে বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএআর/এমএন