‘জুলাই উইমেনস ডে’ উদযাপন
ঢাবিতে ১৪ জুলাই বিকেল থেকে ক্লাস বন্ধ, ১৫ জুলাই সব পরীক্ষা স্থগিত

‘জুলাই উইমেনস ডে’ উদযাপন উপলক্ষ্যে ১৪ জুলাই সান্ধ্যকালীন ক্লাস এবং ১৫ জুলাই ঢাবির সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
রোববার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আগামীকাল ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘জুলাই উইমেনস ডে’ উদযাপন করা হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের সুবিধার্থে আগামী ১৪ জুলাই বিকেল ৫টা থেকে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের সান্ধ্যকালীন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
আরও উল্লেখ করা হয়, আগামী ১৫ জুলাই দিবসেও বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।
এসএআর/এআইএস