সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্ট্যামফোর্ডের এমওইউ সম্পন্ন

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পাঁচ বছর মেয়াদী এমওইউ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমওইউ-তে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার প্রফেসর ড. মো. জিয়াউল হাসান এবং সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন মি. জর্জ লাটসুজবায়া।
আগামী পাঁচ বছর এই এমওইউর মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক এবং অ্যাকাডেমিক বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হবে। যা উচ্চশিক্ষার বিকাশে আরো বেশি ত্বরান্বিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই চুক্তির মধ্য দিয়ে সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় রাশিয়ান ভাষা শিক্ষার কোর্স চালু করা হবে স্টামফোর্ডে।
আরও পড়ুন
এছাড়া যৌথ বৈজ্ঞানিক প্রকল্প বাস্তবায়ন, যৌথ সাংস্কৃতিক সম্পৃক্ততা, শিক্ষা ও সচেতনতা বাড়ানো; রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য, ক্যারিয়ার নির্দেশিকা এবং শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন এবং রাশিয়ান ভাষা শিক্ষার মান উন্নত করার জন্য কোর্স, সেমিনার বা বক্তৃতার মতো শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন এবং পরিচালনা করা হয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- স্টামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. ইউনুছ মিয়া, অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রক্টর ড. মৃত্যুঞ্জয় আচার্য্য, গণসংযোগ বিভাগের এইচওডি প্রদীপ্ত মোবারক, এডমিশন এইচওডি (এক্টিং) মো. আশিক মাহমুদ।
বিআরইউ
