‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে শিল্পী-সাংবাদিকদের ছবিতে জুতা নিক্ষেপ

১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া কিছু শিল্পী, সাংবাদিক ও বিশিষ্টজনকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তাদের ছবি-সম্বলিত ব্যানার টানিয়ে সেখানে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে কিছু শিক্ষার্থী।
শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে এবং পরে টিএসসির ঘৃণা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আয়োজক কারা সেটি পরিষ্কার নয়। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পাশাপাশি কিছু উৎসুক জনতা ও পথচলতি মানুষ কর্মসূচিতে অংশ নেন। তবে সবমিলিয়ে অংশগ্রহণকারীর সংখ্যা খুব বড় ছিল না।
আরও পড়ুন
কর্মসূচিতে অংশ নেওয়া ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সামিউল হক বলেন, ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছর শুধু রাজনৈতিক ও অর্থনৈতিক ফ্যাসিজম নয়, সাংস্কৃতিক ফ্যাসিজমও কায়েম করেছিল। মুজিববাদী ও বাকশালি চেতনার ভিত্তিতে তারা সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করেছে। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আমরা একটি ফ্যাসিজমমুক্ত বাংলাদেশ পেয়েছি। অথচ সাংস্কৃতিক অঙ্গনের কিছু মানুষ আবারও সেই বাকশালি কালচারাল ফ্যাসিজম ফিরিয়ে আনার চেষ্টা করছে। আজকের এই কর্মসূচি তাদের বিরুদ্ধেই।

ঢাবির এক শিক্ষার্থী বলেন, শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ কায়েম করেছে। এখনো কিছু কালচারাল ফ্যাসিস্ট সেই মুজিববাদ ফিরিয়ে আনার চেষ্টা করছে। জুলাই অভ্যুত্থানের পর দেশে আর কোনো মুজিববাদ প্রতিষ্ঠার চেষ্টা আমরা বরদাশত করব না। কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করা হবে।
‘কালচারাল ফ্যাসিস্ট’ পোস্টারে যাদের নাম ও ছবি উল্লেখ করা হয় তাদের মধ্যে রয়েছেন- ক্রিকেটার সাকিব আল হাসান, গায়ক লিঙ্কন (আর্টসেল), রাহুল আনন্দ, অভিনেতা সিয়াম (এসপি ক্রিয়েশন), জাহের আলভি, অরুণা বিশ্বাস, সুমন আনোয়ার, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, সুনেরাহ বিনতে কামাল, ফারাবি হাফিজ, পিয়া জান্নাতুল, আরস খান, খাইরুল বাসার, ইরফান সাজ্জাদ, চিত্রনায়ক সাকিব খান, স্বাধীন, পারশা মেহেজাবিন, কচি খন্দকার, মেহের আফরোজ শাওন, আব্দুল নূর তুষার, আনিস আলমগীর প্রমুখ।
এসএআর/এমএসএ