বেরোবিতে ছাত্র সংসদের দাবিতে আমরণ অনশন, ৪ শিক্ষার্থী অসুস্থ

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ সংযুক্ত করতে বিশ্ববিদ্যায় কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) উদ্যোগ না নেওয়ায় তারা এ আন্দোলন শুরু করেছেন।
টানা ৩০ ঘণ্টা ধরে চলা অনশনে শিক্ষার্থীদের মধ্যে চারজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী মাহিদুল ইসলাম মাহিদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী রুম্মানুল ইসলাম রাজ এবং গণিত বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন।
এদিকে সোমবার (১৮ আগস্ট) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে শহীদ আবু সাঈদ চত্ত্বরে গায়েবানা জানাজার আয়োজন করা হয়। এতে জুলাইযোদ্ধা ইমতিয়াজ আহমেদ ইমতি, শাহ মোতাওয়াক্কিল বিল্লাহ ফকির, নাহিদ হাসান খন্দকারসহ আরও অনেকে এতে অংশ নেন।
এছাড়াও প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে ইউজিসিকে মৃত ঘোষণা করে প্রতীকী গায়েবানা জানাজা পড়েছেন শিক্ষার্থীরা। এ সময় অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে জুলাই যোদ্ধারা জানান, যৌক্তিক দাবির প্রেক্ষিতে শিক্ষার্থীরা দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসলেও ইউজিসি তা আমলে নেয়নি। মৃত ইউজিসি শিক্ষার্থীদের দাবি পূরণে ব্যর্থ হওয়ায় তাদের গায়েবানা জানাজার মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। গণঅভ্যুত্থানের এক বছর পরও ছাত্র সংসদ আইন সংশোধন না হওয়ার বিষয়টি আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক ধরনের বৈষম্যমূলক আচরণ বলে মনে করছেন তারা।
ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে গতকাল রোববার (১৭ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া আমরণ অনশনের আজ দ্বিতীয় দিন পার করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগে আজ ক্লাস পরীক্ষা বর্জন করেছেন তারা।
ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বরাত দিয়ে শিক্ষার্থীদের দাবি আগামী ১০ দিনের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন। কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ইউজিসির সাথে আমার কথা হয়েছে, উনারা ১০ কর্ম দিবস সময় চাচ্ছেন। আশা করি ১০ দিনের মধ্যে আমরা ভালো ফলাফল পাব। আর যদি তা সম্ভব না হয় তাহলে আমি নিজেই দায়িত্ব নিয়ে সম্পন্ন করব।

তবে উপাচার্যের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে অনশনরত শিক্ষার্থীরা বলেন, আমরা আমরণ অনশনে বসেছি আপনারা বোঝেন না? ইউজিসি কি জানে না আমরণ অনশন কী? দাবি আদায় না হলে মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষার্থীদের এই অনশন চলবে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭টা) আন্দোলনরত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসন ভবনের উত্তর গেটে অনশন চলমান ছিল। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশনের এই কর্মসূচি থেকে তারা সরবেন না বলে ঘোষণা দিয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা আগামী সেপ্টেম্বরের মধ্যেই ছাত্র সংসদ নির্বাচন চান। কারণ ছাত্র সংসদ তাদের অধিকার। প্রতিষ্ঠার ১৭ বছরেও ছাত্র সংসদ না থাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা বলেও অভিযোগ করেন তারা।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রতিষ্ঠার ১৭ বছরেও কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) কখনো হয়নি। ২০০৮ সালের ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর পর থেকেই আওয়ামী শাসনামল হওয়ায় ক্ষমতার জোরে সরকারি দলের ছাত্র সংগঠনের আধিপত্য দেখা গেছে বিশ্ববিদ্যালয়টিতে। তাদের হাতে নির্যাতন, হয়রানি ও চাঁদাবাজির শিকার হয়েছে অসংখ্য শিক্ষার্থী।
গত বছরের ১৬ জুলাই বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকা এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ১০৮ তম সিন্ডিকেট সভায় লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষকসহ সব ধরনের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ফরহাদুজ্জামান ফারুক/আরএআর