ঢাবির নামে বেনামে পরিচালিত অনলাইন গ্রুপ নিষ্ক্রিয়ের দাবি ছাত্রদলের

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সুষ্ঠু, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে, ঢাবির নামে বেনামে পরিচালিত সক্রিয় সব অনলাইন গ্রুপ নিষ্ক্রিয় করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
তিনি অভিযোগ করেন, এসব গ্রুপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সংগঠনকে নিয়ে বারবার মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। একটি গোষ্ঠী গ্রুপগুলোর মডারেটরদের সঙ্গে গোপনে বৈঠক করে সহনশীল ও গণতান্ত্রিক পরিবেশ নষ্টের চেষ্টা করছে। পাশাপাশি সাইবার আক্রমণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রচেষ্টা চালানো হচ্ছে।
আরও পড়ুন
শিপন আরও বলেন, তফসিল ঘোষণার আগেও আমরা নির্বাচন কমিশন ও প্রশাসনের সঙ্গে আলোচনায় জানিয়েছিলাম এসব গ্রুপে ব্যক্তি ও সংগঠনকে সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে, ভিন্ন মতকে নোংরাভাবে আক্রমণ করা হচ্ছে। এ ধরনের পরিস্থিতি নির্বাচনের জন্য কোনোভাবেই লেভেল প্লেয়িং ফিল্ড হতে পারে না।
তিনি জানান, ছাত্রদল একাধিকবার প্রশাসনের কাছে দাবি জানিয়েছে, অন্তত নির্বাচনের সময় পর্যন্ত এসব গ্রুপ নিষ্ক্রিয় রাখার ব্যবস্থা করা হোক।
এ সময় ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী মায়েদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনারা সবাই ভোটের মাঠে গিয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থী নির্বাচন করুন।
তিনি অভিযোগ করেন, মাঠের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরে অনেকেই অনলাইন প্ল্যাটফর্মকে বেছে নিয়েছে এবং সেখানে ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
এসএআর/এআইএস