কুবি ছাত্রী ও তার মায়ের হত্যার বিচারের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত কুমিল্লা নগরীর কান্দির পাড় পূবালী চত্বর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের সাইফুল ইসলাম রাসেল, মিজানুর রহমান শরীফ নুরানী শেখ এবং আইটি বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী নাছির উদ্দিনসহ অন্যান্য শিক্ষার্থীরা।
বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, সুমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তাকে এবং তার মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। নাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধন কর্মসূচি শেষে শিক্ষার্থীরা পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
অপরদিকে, ঘটনার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পাশাপাশি মানববন্ধনকারী শিক্ষার্থীরা পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান করছেন।
ঘটনার পর ঘটনাস্থল কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকায় যান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী। পরে কোতোয়ালি মডেল থানায় গিয়ে পুলিশকে ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানান।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রসঙ্গত, সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে মা এবং মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, কুমিল্লা নগরীর সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪৫) এবং তার মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
আরিফ আজগর/এআরবি