ছোট ভাইয়ের কুড়ালের কোপে বড় ভাই নিহত

গাছ বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহে ছোট ভাইয়ের কুড়ালের কোপে সোহেল হোসেন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছোট ভাই জুয়েল রানা (৩০) পলাতক রয়েছেন। নিহত ও অভিযুক্ত দুজনই সহোদর ভাই।
রোববার (৭ ডিসেম্বর) বেলা ৩টার দিকে সদর উপজেলার বেতাই পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল হোসেন একই গ্রামের মো. শফিউদ্দিনের ছেলে।
স্থানীয় মুফা মণ্ডল বলেন, অভিযুক্ত জুয়েল রানা প্রবাসী ছিলেন এবং কয়েক মাস আগে দেশে ফিরেছেন। এর পর থেকেই বড় ভাই সোহেল হোসেনের সঙ্গে তার টাকা-পয়সা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। রোববার সকালে পৈত্রিক গাছ বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাধে। বিরোধের একপর্যায়ে বড় ভাই সোহেল হোসেনের বটির আঘাতে ছোট ভাই জুয়েল রানা আহত হন। পরে দুপুরে ক্ষিপ্ত হয়ে জুয়েল রানা ধারালো কুড়াল দিয়ে সোহেল হোসেনের বুকে কোপ দেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর জুয়েল রানা বাড়ি থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ঝিনাইদহ সদর থানা পুলিশের (ওসি-তদন্ত) জহিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুল্লাহ আল মামুন/এআরবি