ছাত্রশিবিরের ওপর হামলা-জবি ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদ ঢাবিতে মানববন্ধন

নোয়াখালীতে মসজিদে ছাত্রশিবিরের ওপর বিএনপি-যুবদলের হামলা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়েদকে গলা কেটে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।
রোববার (১৯ অক্টোবর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ” ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীরা “মসজিদে হামলা কেন, বিএনপি জবাব দে; বিচার বিচার বিচার চাই, জুবায়েদ হত্যার বিচার চাই একশন একশন, ডাইরেক্ট একশন” সহ নানা স্লোগান দেন।
ঢাবি শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি দেশের জন্য অত্যন্ত সংকটকালীন। একদিকে সারা দেশকে ভুল পথে নিয়ে যাওয়া সন্ত্রাসী কার্যক্রম, অন্যদিকে নারীদের বিরুদ্ধে সহিংসতা এবং পরিকল্পিতভাবে ইসলামিক অনুষ্ঠানে হামলা। এসব সহ্য করা যায় না। ২৪-এর গণআন্দোলনের যে আকাঙ্খা ছিল, সেটি ভূলুণ্ঠিত করার জন্য একটি গোষ্ঠী তৎপর হয়েছে।”
নাহিদ আরও বলেন, “নোয়াখালীর কোরআন পাঠ প্রোগ্রামে ছাত্রশিবিরের ওপর হামলা করে ২৪-এর গণঅভ্যুত্থানের আশা নস্যাৎ করার চেষ্টা করা হয়েছে; একই রকমের ঘটনা আগে ঝিনাইদহেও ঘটেছিল, এবং আজকের ঘটনাও সেটির একটি অংশ।”
এছাড়া তিনি জবি ছাত্রদল নেতা জুবায়েদের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “এই হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ঘোরাতে কিছু মহল চেষ্টা করছে যা গ্রহণযোগ্য নয়। প্রশাসনকে সতর্ক করে তিনি বলেন, “দ্রুত তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনুন।”
রিয়াদুল ইসলাম নামে অপর এক শিক্ষার্থী বলেন, “নোয়াখালীর হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে এবং মসজিদের ভেতরে রক্তাক্ত দৃশ্য দেশের মানুষ সহ্য করবে না। এ হামলাকে কোনো রাজনৈতিক ফ্রেমে আনা হচ্ছে না, শুধুমাত্র সন্ত্রাসী পরিচয় প্রমাণিত হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
রিয়াদুল অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে নারীদের লক্ষ্য করে অশ্লীল মন্তব্য ও সহিংসতা বাড়ছে; এসব ঘটনা শুধু একক নয়, ব্যাপকভাবে ঘটছে।
জবি ছাত্রদল নেতা জুবায়েদের হত্যাকাণ্ড নিয়ে এ শিক্ষার্থী বলেন, “হত্যার ঘটনা সিসিটিভি ফুটেজে স্পষ্ট থাকা সত্ত্বেও কিছু গোষ্ঠী এটিকে রাজনৈতিক রঙে আবার রূপান্তরিত করার চেষ্টা করছে, যা লজ্জাজনক। হত্যাকারীদের গ্রেপ্তার না করে বিচার প্রক্রিয়া ধীরগতিতে থাকলে তা দেশের স্বার্থের পরিপন্থী হবে।”
রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই ধরনের ঘটনার রাজনৈতিকরণ বন্ধ করতে এবং দ্রুত ও সুষ্ঠ তদন্ত নিশ্চিত করার দাবি জানান তিনি।
এসএআর/এমটিআই