ঢাবির ভর্তি নীতিতে বিপাকে উচ্চমাধ্যমিকে পরিসংখ্যান পড়ুয়া শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের (বাণিজ্য ইউনিট) নতুন ভর্তি নীতিতে উচ্চমাধ্যমিকে পরিসংখ্যান পড়ুয়া শিক্ষার্থীরা পড়েছেন চরম বিড়ম্বনায়। সম্প্রতি প্রকাশিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ঐচ্ছিক বিষয় হিসেবে পরিসংখ্যান নেওয়া বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীরা এবার ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন না।
এর আগে প্রতি বছর বিজ্ঞান বিভাগে গণিত বা পরিসংখ্যান, যেকোনো একটি বিষয় থাকলে শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারতেন। কিন্তু এবারে শুধু গণিতকে (Mathematics) বাধ্যতামূলক করা হয়েছে। ফলে যারা উচ্চমাধ্যমিকে গণিতের পরিবর্তে পরিসংখ্যান নিয়েছিলেন, তারা আবেদন করার সুযোগ হারাচ্ছেন।
জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটে বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য মোট ১২০টি আসন নির্ধারিত রয়েছে। কিন্তু নতুন শর্তের কারণে এবার এসব আসনের জন্য আবেদন করতে পারবে না পরিসংখ্যান পড়ুয়া শিক্ষার্থীরা।
অন্যদিকে দেশের অন্যান্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিষয়ে (বিবিএ) ভর্তি হতে উচ্চমাধ্যমিকে গণিত বাধ্যতামূলক নয়। এমনকি ফার্মেসি বা বায়োসায়েন্সের মতো বিজ্ঞানের বিভিন্ন বিভাগেও গণিত ছাড়াও ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।
এবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২০০ নম্বরের গণিত (আবশ্যিক/ঐচ্ছিক) বিষয়টি অবশ্যই থাকতে হবে এবং উক্ত বিষয়ে গ্রেড পয়েন্ট ন্যূনতম ৩.৫ থাকতে হবে।
ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, এমন সিদ্ধান্ত নেওয়া আসলেই ঠিক হয়নি। বিবিএতে আমাদের পরিসংখ্যানের ২টি কোর্স পড়ায়। সে হিসেবে যারা উচ্চমাধ্যমিকে পরিসংখ্যান পড়েছে তাদের অবশ্যই আবেদনের সুযোগ দেওয়া উচিত।
ঢাবির অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ পিয়াস হোসেন বলেন, এমন সিদ্ধান্ত বৈষম্য ছাড়া কিছু নয়। যারা পদার্থ বিজ্ঞান ও রসায়ন পড়েছে উচ্চমাধ্যমিকে, কিন্তু গণিতের বদলে পরিসংখ্যান নিয়েছিল তারা কী যোগ্য নয়? এটা ভর্তি পরিক্ষায় যোগ্য হওয়ার জন্য কোনো শর্ত হতে পারে না।
এমন সিদ্ধান্ত কেন তা জানতে ঢাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী ও ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে ঢাবি উপাচার্য নিয়াজ আহমদ খান বলেন, বিষয়টিতে এখনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। আমাদের পরীক্ষার্থী এবং অভিভাবকরা কনসার্ন দিলে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত : চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ছিল মাত্র ৫৮.৮৩ শতাংশ, যা গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। ফল প্রকাশের পর গত ২৯ অক্টোবর থেকে ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী-বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিকে ২০০ নম্বরের গণিত (আবশ্যিক/ঐচ্ছিক) থাকতে হবে।
মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিকে ২০০ নম্বরের অর্থনীতি (আবশ্যিক/ঐচ্ছিক) থাকতে হবে।
গত বছরের বিজ্ঞপ্তিতে ছিল— বিজ্ঞান শাখার জন্য গণিত বা পরিসংখ্যান, মানবিক শাখার জন্য অর্থনীতি বা পরিসংখ্যান উভয়েই যোগ্য ছিল। এই পরিবর্তনের ফলে পরিসংখ্যান নেওয়া বিজ্ঞান ও মানবিক শিক্ষার্থীদের ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি হওয়ার পথ বন্ধ হয়ে গেছে।
এসএআর/এমএন