সাত কলেজ শিক্ষার্থীরা ক্লাস বিমুখ

Dhaka Post Desk

ঢাকা কলেজ প্রতিবেদক

২৩ জুন ২০২১, ০৪:৩৬ এএম


সাত কলেজ শিক্ষার্থীরা ক্লাস বিমুখ

ঢাকা কলেজের অধ্যক্ষ ও ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক সেলিম উল্লাহ খোন্দকার বলেছেন, স্বীকার করি বা না করি, আমাদের শিক্ষার্থীরা ক্লাস বিমুখ। হতে পারে আমরা ক্লাস ঠিকভাবে নিচ্ছি না। তবে এখন একটা জবাবদিহিতার আওতায় আসতে হবে। প্রধানমন্ত্রী এমনি এমনি সাত কলেজকে ঢাবির অধিভুক্ত করেননি। শিক্ষার্থীদের ক্লাসে আসতে হবে। আমাদেরকেও (শিক্ষক) ক্লাস নিতে হবে। 

মঙ্গলবার (২২ জুন) অনলাইন প্লাটফর্ম জুমে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে অধ্যাপক সেলিম উল্লাহ খোন্দকার এসব বলেন।

সাত কলেজ শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ সেলিম বলেন, বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তার সন্তানরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনদ পাওয়ার জন্য অবশ্যই আমাদের (শিক্ষার্থীদের) পড়াশোনা করতে হবে। 

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি আন্দোলনে এবং স্বাধীনতা আন্দোলনেও নেতৃত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে তিনটি প্রতিষ্ঠান না হলে দেশ স্বাধীনতা হতো না৷ এই প্রতিষ্ঠান তিনটি হলো ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং আওয়ামী লীগ। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য, সরকারি বাংলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানাসহ প্রমুখ ব্যক্তি। 

আরএইচটি/এইচকে 

Link copied