খুনি হাসিনার ফাঁসির রায়, ঢাবির বিভিন্ন হলগুলোতে মিষ্টি বিতরণ

চব্বিশের জুলাইয়ে ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে খুনি স্বৈরাচারী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের ঘোষণার খবরে মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল, হাজী মোহাম্মদ মুহসিন হল, সূর্যসেন হল ও অমর একুশে হলে মিষ্টি বিতরণ করে হল সংসদের নেতারা।
হল সংসদের নেতারা জানান, দীর্ঘদিন ধরে এ রায়ের অপেক্ষায় ছিল দেশের সাধারণ মানুষ, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই–আগস্টে ঘটে যাওয়া হত্যাকাণ্ড, নিপীড়ন ও নির্যাতনের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া দ্রুত এগোনো এবং বিচার বাস্তবায়ন দাবি জানান তারা।
মিষ্টি বিতরণকালে তারা ‘খুনি হাসিনার দিন শেষ, মিষ্টি খাবে বাংলাদেশ’, ‘রশি লাগলে রশুনে, খুনি হাসিনার ফাঁসি দে’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দেন।
খুনি হাসিনার ফাঁসি রায় নিয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলাতে হবে- এটা আমাদের মূল দাবি। এই রায় কার্যকর করার মাধ্যমে সকল শহীদদের আকাঙ্ক্ষা পূরণ হবে।
মিষ্টি বিতরণ শেষে শেখ মুজিবুর রহমান হল সংসদের ভিপি মুসলিমুর রহমান বলেন, জুলাই–আগস্টে আমাদের ভাই–বোনদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর মূল পরিকল্পনাকারী হিসেবে খুনি হাসিনাকে হাজার বার ফাঁসি কম হয়ে যায়। দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ ও শিক্ষার্থীদের ওপর ভয়াবহ দমন-পীড়ন চালানো হয়েছে। এই রায় সেই সব অপরাধের বিচারিক স্বীকৃতি। এখন প্রয়োজন অতিদ্রুত রায় কার্যকর করতে দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলানো।
এসএআর/এমএন