শিক্ষার্থীদের ঢাকা পৌঁছে দেবে চবির বাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অবস্থানরত শিক্ষার্থীদের বাস দিয়ে ঢাকা পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। রোববার (২৭ জুন) দুপুর ১২টায় ক্যাম্পাস থেকে ঢাকার উদ্দেশ্যে বাস ছাড়বে। শনিবার (২৬ জুন) সন্ধ্যায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম মনিরুল হাসান।
তিনি বলেন, দুপুর ১২টায় জিরো পয়েন্ট থেকে ঢাকার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের বাস রওনা হবে। সন্ধ্যা ৬টার জরুরি মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।
তিনি আরও বলেন, রোববার থেকে চলমান সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। লকডাউন শেষ হলে পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, ১০ জুন থেকে স্থগিত পরীক্ষা সশরীরে নেওয়া শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ১৫ জুন একাডেমিক কাউন্সিলে আবাসিক হল বন্ধ রেখে স্থগিত পরীক্ষা ছাড়াও নিয়মিত অন্যান্য বর্ষের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে বিভিন্ন বিভাগ পরীক্ষার রুটিনও প্রকাশ করে।
এমএসআর