জকসু নির্বাচন : ভোট শেষ, গণনার অপেক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিভিন্ন কেন্দ্র থেকে নিয়ে আসা হয়েছে ব্যালট বাক্স।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও লাইনে থাকা শিক্ষার্থীদের ভোটগ্রহণ করা হয়। যা ভোট গ্রহণের নির্ধারিত সময় দুই ঘণ্টা অতিক্রম করে যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯ কেন্দ্রের মধ্যে ৩৫ কেন্দ্রের ব্যালট এসে জমা হয়েছে।
ভোট গণনার ক্ষেত্রে ৬টি ওএমআর মেশিন ব্যবহার করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এর আগে, সকাল ৯টায় ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। একই সঙ্গে কড়া নজরদারিতে ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকরা প্রবেশ করেন। এরপর সোয়া ৮টার দিকে ক্যাম্পাসে পোলিং এজেন্ট ও প্রার্থীরা প্রবেশ করেন। এ ছাড়া, কড়া নিরাপত্তায় ক্যাম্পাসে পুলিশ, র্যাবের ডগ স্কোয়াড, সোয়াট টিমসহ স্বেচ্ছাসেবী হিসেবে বিএনসিসি, রোভার স্কাউটস এবং রেঞ্জার ইউনিটি কাজ করছে।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে জকসু নির্বাচন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের বিক্ষোভে পুনরায় ৬ জানুয়ারি জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।
এমএল/এমজে