সুষ্ঠুভাবে জকসু সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাল জবি প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ১ম কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ জানুয়ারি (মঙ্গলবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১ম কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। পরে ৭ জানুয়ারি (বুধবার) এই নির্বাচনের ফলাফল প্রকাশ করেছে জকসু নির্বাচন কমিশন।
নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জকসু নির্বাচনে নিয়োজিত সব নির্বাচন কমিশনার, ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তরের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
এ ছাড়া, প্রকাশিত ফলাফল অনুযায়ী জকসু নির্বাচনে বিজয়ী সব সদস্যকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এমএল/এমজে